চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ১০ হাজার ইয়াবাসহ লোকমান হাকিম (৩৭) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার বিকেলে কোতোয়ালী থানার রেয়াজউদ্দিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লোকমান হাকিম চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা মৃত গুরা মিয়ার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপপরিচালক আলী আসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ লোকমান হাকিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। লোকমান দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক ইব্রাহিম খান কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।