রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নেপালে ভূমিধস: নদীতে ভেসে গেল দুই বাস, ৬৩ যাত্রী নিখোঁজ

| প্রকাশিতঃ ১২ জুলাই ২০২৪ | ২:৫০ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ভূমিধসে ৬৩ জন যাত্রী বহনকারী দুটি বাস ত্রিশুলি নদীতে ভেসে গেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় মদন-আশ্রিত হাইওয়েতে এ ঘটনা ঘটে।

ওই অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের মধ্যে কাঠমান্ডুগামী অ্যাঞ্জেল বাস এবং গণপতি ডিলাক্সেএমন ভয়াবহ দুর্ঘটনা শিকার হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

চিতওয়ানের প্রধান জেলা কর্মকর্তা ইন্দ্রদেব যাদব এএনআইকে জানিয়েছেন, যখন ভূমিধস হয় তখন বাসগুলো মহাসড়ক দিয়ে যাচ্ছিল। ভূমিধসের ধাক্কায় রাস্তা থেকে নীচের উত্তাল নদীতে পড়ে বাসগুলো।

“প্রাথমিক তথ্য অনুযায়ী দুটি বাসেই চালকসহ মোট ৬৩ জন ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে ভূমিধসে বাসগুলো ভেসে যায়। আমরা ঘটনাস্থলে রয়েছি এবং তল্লাশি অভিযান চলছে। অবিরাম বৃষ্টিতে বাধাগ্রস্ত হচ্ছে। নিখোঁজ বাসগুলোর সন্ধানে আমাদের প্রচেষ্টা,” যাদব এএনআইকে নিশ্চিত করেন।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ‘প্রচন্ড’ সব সরকারি সংস্থাকে যাত্রীদের খোঁজ ও উদ্ধারের নির্দেশ দিয়েছেন।