শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

এষার মেয়ের নাম রাধ্যা

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০১৭ | ২:০৬ অপরাহ্ন

বিনোদন ডেস্ক : রবিবার রাতে মা হয়েছেন এষা দেওল। বাড়ি ফিরতেই চটজলদি ঠিক করে ফেললেন মেয়ের নামও। এষা ও তাঁর স্বামী ভরত তখতানি মেয়ের নাম রাখলেন রাধ্যা। রাধা থেকেই রাধ্যা নামের আবির্ভাব। যার অর্থ আরাধ্য বা আরাধনা করা।

কন্যা সন্তান হওয়ায় এক দিকে খুশি তো হয়েইছেন তখতানি দম্পতি, তার উপর মেয়ের পছন্দসই নাম রাখতে পেরে খুশির বাঁধ ভেঙেছে ভরত ও এষা দু’জনেরই। বিজনেস টাইকুন ভরত তখতানি বলছেন ‘মেয়ের নাম রাধ্যা রেখে আমরা খুব খুশি। আর এই নামটা এষা এবং আমি দু’জনেই ঠিক করেছি।’ কিছু দিনের মধ্যেই জাঁকজমকভাবে রাধ্যার নামকরণ ‌অনুষ্ঠানও হবে বলে জানিয়েছেন তখতানি দম্পতি।

‘ঐশ্বরিক’ এই নামে বেশ খুশি রাধ্যার দাদু ধর্মেন্দ্র ও দিদিমা হেমা মালিনী। রাধ্যার জন্মের পর সংবাদ মাধ্যমের অপার ভালবাসা ও আশীর্বাদে আপ্লুত এষা ও ভরত দু’জনেই। ভরতের বক্তব্য “রাধ্যার জন্মের পর বি-টাউনের অগুণতি শুভেচ্ছাবার্তা পেয়ে খুব খুশি এষা। ওঁর ভক্তরা যাঁরা সোশ্যাল মিডিয়ায় এষাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাঁদেরকেও ধন্যবাদ জানিয়েছে এষা।”

হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর মেয়ে এষা রবিবার রাতে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মু্ম্বইয়ের হিন্দুজা হাসপাতালে মেয়ের জন্ম দিয়েছেন এ অভিনেত্রী।

চলতি বছর এপ্রিলেই এষা সন্তানসম্ভবা বলে জানিয়েছিলেন তাঁর স্বামী ব্যবসায়ী ভরত তখতানি। সোশ্যাল মিডিয়ায় এষা তাঁর বেবি-বাম্পের বহু ছবিও পোস্ট করেছিলেন। এষা সেই সময় জানিয়েছিলেন, প্রেগন্যান্সি পিরিয়ডে তাঁর মুড সুইং সামলাতেন ভরত। স্বামীর অস্তিত্ব তাঁর জীবনে একটি শক্ত পিলারের মতো বলে ব্যাখ্যা করেছিলেন এষা।