চট্টগ্রাম : জেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা মঙ্গলবার যথাক্রমে বেলা ২টা ও বিকাল ৩ টায় এবং সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ বিকাল ৪টায় চট্টগ্রাম এম.এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন অনুশীলন মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুকুর রহমান সিকদার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাশহুদুল কবীর, সিজেকেএস’র যুগ্ম সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য অহিদ সিরাজ চৌধুরী স্বপন, হাসান মুরাদ বিপ্লব, এসএম শহীদুল ইসলাম, ফুটবল সম্পাদক মোঃ ইউসুফ প্রমুখ, বনফুল এন্ড কোং এর জিএম আমানুল আলম, শিক্ষানুরাগী আবদুস সালাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জহির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান উপভোগ করেন। জেলা টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় বিগত ১৮ অক্টোবর হতে ৭ দিন ব্যাপি আয়োজিত এ টুর্নামেন্টে চট্টগ্রাম জেলার ১৪ টি উপজেলা ও চট্টগ্রাম মহানগরের ৬টি থানার চ্যাম্পিয়ন দলসহ মোট ৪০ টি দল নক-আউট পদ্ধতিতে অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি মোঃ জিল্লুর রহমান চৌধুরী।