রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সাবেক রাষ্ট্রপতি এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

| প্রকাশিতঃ ২৪ অক্টোবর ২০১৭ | ৮:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এবং চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবীন মোরশেদ এম.পি’র আশুরোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল লালদিঘী শাহী জামে মসজিদে মঙ্গলবার বাদে আসর অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ এয়াকুব হোসেন, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলকরণী, জহুরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা, হাজী শওকত আকবর, কোতোয়ালী থানা জাপা আহ্বায়ক শাহ আলম চৌধুরী, বাকলিয়া থানা জাপা সদস্য সচিব নুরুল আজিজ সওদাগর, বায়েজিদ থানা জাপা সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম মিয়া, পাঁচলাইশ থানা জাপা সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, নগর কৃষক পার্টির সাধারণ সম্পাদক নুর আহমদ মিঠু, সহ-সভাপতি পারভেজ শেখ, নগর ছাত্র সমাজের সভাপতি রাশেদুল হক খোকন, নগর সৈনিক পার্টির সদস্য সচিব হাফিজুর রহমান, নগর স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন প্রমুখ।

দোয়া মাহফিল শেষে দেশ জাতি, বিশ্ব মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ-নগর জাপা সভাপতি মাহজাবীন মোরশেদ এম.পি’র দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন লালদিঘী শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সেলিম।