চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ব্যবসায় প্রশাসন অনুষদের ‘গ’ ইউনিটের পরীক্ষা। ভর্তি পরীক্ষা বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় বেলা ১২টা ১৫ মিনিটে। এর আগে সাড়ে ১০টায় পরীক্ষার্থীদের ওএমআর (উত্তরপত্র) দেয়া হয়।
চবি সূত্র জানায়, এ বছর ব্যবসায় প্রশাসন অনুষদের ৪৪৮টি আসনের বিপরীতে আবেদন করে ১৪ হাজার ৩১০ জন পরীক্ষার্থী। গ ইউনিটের মোট ৪৪৮ আসনের মধ্যে ফিন্যান্সে ৯৩টি, মার্কেটিংয়ে ৭৭টি, একাউন্টিংয়ে ৯৩টি, ব্যাংকিংয়ে ৭০টি, ম্যানেজমেন্টে ৬৫টি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে ৫০টি করে আসন রয়েছে।
এবার ভর্তি পরীক্ষায় ১০টি ইউনিট থেকে কমিয়ে চারটি-বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সম্মিলিত ইউনিটের মাধ্যমে এ বছর ভর্তি পরীক্ষা নেওয়া হয়। যা ২৯ অক্টোবর পর্যন্ত মোট চারদিন চলবে। বিশ্ববিদ্যালয় ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাইরের ১২টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৫০জন পোষাকধারী সদস্য। এছাড়াও ক্যাম্পাসের গুরুত্বপূর্ন প্রতিটি পয়েন্টেই বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিপুল পরিমাণ সদস্য সাদা পোষাকে নিয়োজিত আছে।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড.এ এফ এম আওরঙ্গজেব বলেন, ফলাফল প্রকাশ করতে কয়েকদিন সময় লাগবে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বৃহস্পতিবার সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার ডি ইউনিটের (সমাজ বিজ্ঞান অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে কোনো অনিয়ম ঠেকাতে চবি প্রশাসন প্রস্তুত। সিসি ক্যামেরার মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয়ে নজরদারি করা হচ্ছে।