রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

খালেদা জিয়ার চট্টগ্রাম আগমন উপলক্ষে আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা

| প্রকাশিতঃ ২৭ অক্টোবর ২০১৭ | ৯:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চট্টগ্রামে আগমন উপলক্ষে ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে শুক্রবার বিকালে মোমিন রোডের একটি অভিজাত রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আলাউদ্দিন আলী নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বশরের সঞ্চালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি হারুন জামান। বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি নাজমুল হক ফিরোজ, মোঃ জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক জসিম উদ্দিন রানা, প্রচার সম্পাদক আনিসুল হক, মোঃ শাহ আলম, আবদুর শুক্কুর মিথন দাশ, মোঃ মনসুর, মোঃ রহিম, মোঃ আলাউদ্দিন, ফরিদুল আলম রাজা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামে আগমনে চট্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনার সৃষ্টি হয়েছে, যা সরকারের মাঝে ভীতি সৃষ্টি হয়েছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগমন ঐতিহাসিকভাবে সফল করার আহ্বান জানান। প্রস্তুতি সভা শেষে এক আনন্দ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মোমিন রোডে এসে শেষ হয়।