চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে শনিবার শাহেদুল ইসলাম নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আটক হয়েছেন। তার বাড়ি চকরিয়া উপজেলার কাকাড়ায়।
শনিবার বি ইউনিটের পরীক্ষা চলাকালীন সময়ে জীববিজ্ঞান অনুষদের ৩০৩ নং কক্ষ থেকে তাকে আটক করা হয়। তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ঢাবির ভর্তি পরীক্ষায় ১১৪২ তম স্থান অধিকার করেছিলেন।
পরীক্ষার হল পরিদর্শকের খাতায় স্বাক্ষর করার পর তিনি অভিনব পদ্ধতিতে রিমুভাল পেন দিয়ে খাতায় থাকা নির্দিষ্ট রোল ও সিরিয়াল নাম্বার মুছে দিয়ে অন্য আরেকটি রোল নাম্বার বসান । পরে তার আচরণে কর্তব্যরত পরীক্ষকের সন্দেহ হলে তাকে আটক করে প্রক্টরের কার্যালয়ে নিয়ে আসা হয় ।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, যার হয়ে তিনি পরীক্ষা দিতে এসেছেন তার নাম শাহীন মিয়া। শাহীনের পরীক্ষা কেন্দ্র ছিলো ইস্পাহানী স্কুল এন্ড কলেজ ।
তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ১৭ তম ব্যাচের মিনারুল ইসলাম মিনারের মাধ্যমে তিনি এই প্রক্সির সাথে যুক্ত হন। তবে কত টাকার বিনিময়ে এই প্রক্সি চুক্তি হয়েছে তা জানা যায়নি।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে হাটহাজারি থানার পুলিশের কাছে তাকে সোপর্দ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধূরী।
এদিকে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর বলেন, প্রক্সির দায়ে আটক শাহেদুল ইসলামের ব্যাপারে যথাযথ আইনগত ব্যাবস্থা নেয়া হবে। আর আগের জালিয়াত চক্রগুলির সাথে তার সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখা হবে ।