
খেলাধুলা ডেস্ক : গ্রুপ পর্বে নেই কোনো জয়ের দেখা। তার পরও ভুটানে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে হার মেনেছিল শেষ মুহূর্তের গোলে। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল কোচ সাইফুল বারী টিটুর দল। তার পরও শেষ চারে ওঠার সুযোগ ছিল। তবে সেটা নির্ভর ছিল ভারত-মালদ্বীপ ম্যাচের ফলের ওপর।
সমীকরণ ছিল এমন, মালদ্বীপকে কমপক্ষে ২ গোলের ব্যবধানে হারালেই সেমিতে খেলবে বাংলাদেশ। শেষ পর্যন্ত ভারতের জয়ের সুবাদেই সেমিফাইনালের টিকিট কেটেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ভারত ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল মালদ্বীপ। সেটি হলুদ কার্ড দেখায়। বাংলাদেশের ফুটবলাররা মালদ্বীপের ফুটবলারদের তুলনায় হলুদ কার্ড একটি বেশি পেয়েছিলেন। তবে ভারতের বিপক্ষে ম্যাচে মালদ্বীপের পাশে আরও একটি হলুদ কার্ড যোগ হওয়ায় এসেছিল সমতা। কিন্তু সেটি ম্যাচের ৭০ মিনিটে।
এর আগ পর্যন্ত মালদ্বীপ ১-০ গোলে পিছিয়ে পড়লেও হলুদ কার্ডের হিসাবে ছিল এগিয়ে। পরে মালদ্বীপের ফুটবলার হলুদ কার্ড দেখার পর দ্বিতীয় গোলও হজম করে তারা। এতেই বাংলাদেশের সেমিফাইনালে নাম লেখানোর কাজটা সহজ হয়ে যায়। ম্যাচের শেষ দিকে ভারত পায় তৃতীয় গোলের দেখাও। ১৩, ৭৪ ও ৮৯ মিনিটে ৩টি গোল করেছে ভারত।
৬ পয়েন্টের পুঁজি নিয়ে ভারত ‘এ’ গ্রুপের সেরা। বাংলাদেশ ও মালদ্বীপ পেয়েছে সমান ১ পয়েন্ট করে। কিন্তু গোল ব্যবধানে বাংলাদেশ এগিয়ে। এতে গ্রুপ পর্বে কোনো জয় না পেয়েও বাংলাদেশ পৌঁছে গেছে সেমিফাইনালে। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখনও জানা যায়নি। আজ ‘বি’ গ্রুপের শেষ দুটি ম্যাচে খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা ও নেপাল-ভুটান। এখান থেকেই নির্ধারণ হবে বাংলাদেশের সেমির প্রতিপক্ষ।