
ফটিকছড়ি (চট্টগ্রাম) : হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর কেন্দ্রীয় ত্রি-বার্ষিক কাউন্সিল রোববার (১৩ অক্টোবর) ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের শাহ এমদাদীয়া ময়দানে অনুষ্ঠিত হবে।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এর সভাপতি ও মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.) এর সভাপতিত্বে দুপুর ১টা থেকে কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হবে।
এতে প্রধান আলোচক হিসেবে থাকবেন সংগঠনের সহ-সভাপতি ও নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।
এবারের ত্রি-বার্ষিক কাউন্সিলে সারাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক শাখাসমূহ থেকে প্রায় ২ হাজার কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করবেন।
কাউন্সিলে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত কাউন্সিলর ও ডেলিগেটদের রোববার সকাল ৯টার মধ্যে মাইজভাণ্ডার দরবার শরীফে উপস্থিত হয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের সচিব শেখ মুহাম্মদ আলমগীর।