চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ট্রাকচাপায় আনসার বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৫ নম্বর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু তাহের (২২) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বিকালে বিমানবন্দর থেকে হাঁটতে বের হলে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।