চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে ১ হাজার ১৫০টি ইয়াবাসহ শাহাদাত হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহাদাত হোসেন (৪০) চাঁদপুর জেলার মতলব থানার খিজিরপুর এলাকার আবদুল মজিদ মিয়াজীর ছেলে।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১ হাজার ১৫০টি ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার প্যান্টের পকেটে ইয়াবাগুলো পাওয়া যায়। ইয়াবাগুলো নিয়ে কক্সবাজার থেকে সে নগরীতে আসছিল। এ ঘটনায় মামলা হয়েছে।