মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শার্শায় মটর সাইকেল উল্টে চালকের মৃত্যু

| প্রকাশিতঃ ৮ নভেম্বর ২০১৭ | ৬:০২ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি : শার্শায় মটর সাইকেল উল্টে চালকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো একজন।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, মঙ্গলবার রাতে উপজেলার সাতমাইল এলাকায় নাভারন-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক মনির শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের ইসলাম হোসেনের ছেলে।

তিনি জানান, মনির মোটরসাইকেলে চড়ে তার বন্ধু ওমর ফারুককে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পথিমধ্যে সাতমাইলের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেল উল্টে যায়। এতে দুইজনই আহত হন।

তাদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মাঝ রাতে মনির মারা যান। মস্তিষ্কে আঘাত লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

আহত ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।