বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

| প্রকাশিতঃ ৩০ অক্টোবর ২০২৪ | ১০:৩৯ অপরাহ্ন


চট্টগ্রাম: গাউছুল আজম মাইজভাণ্ডারী শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর জন্ম দ্বিশতবার্ষিকী উপলক্ষে “গাউছুল আজম মাইজভাণ্ডারী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪-২৫” শুরু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাজ্জাদানশীন হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

গাউছুল আজম মাইজভাণ্ডারী হিফজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম থেকে শুরু হওয়া অডিশনে মোট ২৫০ জন কুরআনে হাফেজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিচারকরা ২০ জনকে পরবর্তী রাউন্ডের জন্য “ইয়েস কার্ড” প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান এবং ডিরি’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী।

সারাদেশে সব জেলা ও বিভাগীয় শহরে পর্যায়ক্রমে অডিশন অনুষ্ঠিত হবে।