চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য দপ্তর ভাংচুরের ঘটনায় তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন নির্বাহী আদেশে এ তদন্ত কমিটি গঠন করেন।
মার্কেটিং বিভাগের অধ্যাপক এসএম সালামতউল্ল্যা ভূঁইয়াকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. বশির আহাম্মদ ও সহকারী প্রক্টর মো. মিজানুর রহমানকে সদস্য করা হয়েছে।
সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া না হলেও দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নগরীতে বর্ধিত গৃহকর বিরোধী আন্দোলনের নেতৃত্বে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইইআর) সহযোগী অধ্যাপক আমির উদ্দিনের অপসারণ দাবি করে অাসছিল চবি ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপুর নেতৃত্বে সংগঠনটির একাংশ; এই অংশটি সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী। এর জের ধরে মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ের সামনে ও প্রশাসনিক ভবনের নিচে ভাংচুর চালানো হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বুধবার হাটহাজারী থানায় অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।