মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

গ্যাস নেওয়ার সময় অটোরিকশায় আগুন

| প্রকাশিতঃ ১০ নভেম্বর ২০১৭ | ৫:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড়ে গ্যাস নেওয়ার সময় আগুন লেগে একটি সিএনজি অটোরিকশা পুড়ে গেছে। শুক্রবার দুপুরে জালালাবাদ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বলেন, জালালাবাদ ফিলিং স্টেশনে সিএনজিচালিত একটি অটোরিকশা গ্যাস নিচ্ছিল। এসময় হঠাৎ সেটিতে আগুন লেগে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে।