বিনোদন ডেস্ক : হাঁটু পর্যন্ত একটি ড্রেস পরেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। সেই পোশাক পরে গাড়িতে ওঠার সময় তার হাঁটুর একটু বেশি অংশ ফ্রেমবন্দি করে ফেলেন ফটোগ্রাফাররা। আর তাতেই ক্ষুব্ধ হলেন অভিষেক। সাথে সাথে ফটোগ্রাফারকে ডেকে ঐশ্বর্য’র ওই ছবি ডিলিট করার হুমকি দিয়েছেন তিনি। সম্প্রতি এই ঘটনা ঘটেছে মুম্বাইতে।
জানা যায়, ঘনিষ্ঠ বন্ধু পরিচালক কর্ণ জোহর ও ডিজাইনার মণীশ মলহোত্রার সঙ্গে সম্প্রতি ডিনারে গিয়েছিলেন ঐশ্বর্য ও অভিষেক। ডিনার সেরে বেরিয়ে গাড়িতে ওঠার সময় এই ঘটনা ঘটে। তিনি ওই ফটোগ্রাফারকে ডেকে কেন ঐশ্বর্যার ওই ছবি তুলেছেন, তা জানতে চান। সেই ফটোগ্রাফার ওই বিশেষ ছবিটি তোলেননি বলে জানান। কিন্তু তাঁর কথা অভিষেক বিশ্বাস করেননি। গাড়িতে বসেই ওই ছবিটি তাঁকে ডিলিট করতে নির্দেশ দেন তিনি।
যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত অভিষেক বা ঐশ্বর্যা কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।