রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

“ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা রাখলে আমরাও বাংলা বিহার উড়িষ্যা দাবি করবো”

| প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০২৪ | ২:৩৪ অপরাহ্ন


একুশে ডেস্ক : “যদি আপনারা এইরকমভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করেন, আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, তাহলে আমরাও বাংলার বিহার উড়িষ্যা দাবি করবো।”

আজ বুধবার এক বিক্ষোভ মিছিলে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জুলাই অভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ দেখে ‘গোটা বিশ্ব কেঁদে উঠলেও’ ভারত এখনও শেখ হাসিনাকে রক্ষা করার জন্য “বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে” বলেও উল্লেখ করেন তিনি।

এরপর তিনি বলেন, “কিন্তু তাতে কোনও লাভ হবে না। আপনারা যদি মনে করেন যে এই করে আপনারা আগ্রাসন সুসম্পন্ন করবেন…আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অঙ্গীকারপ্রাপ্ত।”

“ভারতের শাসকগোষ্ঠী যদি মনে করে যে আমি সম্প্রয়ারণ চালিয়ে বাংলাদেশ ভূটান নেপাল কব্জা করে নেব, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন,” যোগ করেন তিনি।

এরপর তিনি বলেন যে দেশ রক্ষার জন্য বাংলাদেশের মানুষের যে অন্তর্নিহিত শক্তি ও প্রাণের উন্মাদনা, তা ভারত কখনও টের পায়নি।