মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

শার্শায় যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

| প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০১৭ | ১০:২৯ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা যুবলীগের উদ্যোগে এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে শার্শা দলীয় কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবলীগের আহ্বায়ক সাইদুজ্জামান বিটন।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সংসদের উপ-শিল্প বাণিজ্য সম্পাদক, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।বিশেষ অতিথি অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ- দৌলা সরদার অলোক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান মিন্নু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন বাবলু, শ্রম সম্পাদক শেখ কোরবান আলী,

দপ্তর সম্পাদক আজিবর রহমান, শার্শা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী খতিব আমেনা খাতুন, সাধারণ সম্পাদিক শারমিন আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সেলিম রেজা বিপুল , বেনাপোল পৌর যুবলীগের আহ্বায়ক সুকুমার দেবনাথ, ছাত্রলীগের শার্শা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আকুল হোসাইন প্রমুখ।

আলোচনাশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মেয়র আশরাফুল আলম লিটন।