চট্টগ্রাম : শেখ ফজলুল হক মনির রক্তেরাঙ্গা সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর নেতৃত্বে এক আনন্দমিছিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ফয়সাল হক আইনুল, যুবলীগ নেতা বিপ্লব দে, শহীদুল হক মিন্টু, নাহিদুল ইসলাম জাবেদ, মোঃ আহাদ, সেলিম উদ্দিন রুবেল, মোঃ শামীম এবং মহানগর ছাত্রলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অভিক দাশ গুপ্ত, মহানগর ছাত্রলীগের সদস্য অনিন্দ্য বৈদ্য সানি, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন সুমন, জুলকেশ, পিয়াল, চকবাজার থানা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ইভান, পিয়াল দাশ, রবিউল হোসেন রাজু, সাকিব ইসলাম, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা মোঃ মামুন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা খালেদ মাহমুদ টুটুল, মহসিন কলেজ ছাত্রলীগ প্রতিনিধি মিজানুর রহমান মিজান এবং ছাত্রলীগ নেতা মোঃ সালাহ উদ্দিন, অভি প্রমুখ নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলটি নগরীর চকবাজার মুজিব চত্বর থেকে শুরু করে চকবাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক গুলজার মোড় এবং পাঁচলাইশ থানার মোড় প্রদক্ষিণ করে পুনরায় চকবাজার কাপাসগোলা মুজিব চত্বরে এসে শেষ হয়। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।