
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হাটহাজারীতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শনিবার (৭ ডিসেম্বর) সকালে গড়দুয়ারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এই কর্মসূচি পালিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। লিফলেটে দেশের চলমান পরিস্থিতি, দলকে সুসংগঠিত করার আহ্বান এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা তুলে ধরা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা ব্যারিস্টার শাকিলা ফারজানা বলেন, “আমি হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিএনপির সংসদ সদস্য মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা।”
তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের শিকার হয়ে মিথ্যা মামলায় আমি দশ মাসের বেশি সময় কারাগারে ছিলাম। তাদের অত্যাচারে অতিষ্ট হয়ে দেশ ছেড়ে ছয় বছর দেশের বাইরে ছিলাম বাধ্য হয়ে।”
“এখন জালিম ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে গেছে। নতুন করে আরেকবার এ দেশ স্বাধীন হয়েছে। এ স্বাধীনতা রক্ষায়, দলকে সুসংগঠিত করার এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে, দেশের উন্নয়নে আমাদের সকলকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে।”
“আমি আপনাদের সেবা করতে চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সেবা করতে পারি।”
এসময় গড়দুয়ারা ইউপি বিএনপি নেতা আবু তাহের, আলমগীর সওদাগর, সাবেক সাধারণ সম্পাদক বাদল সওদাগর, মো. আলী, আবু তৈয়ব, ইলিয়াছ মনজু, যুবদল নেতা রাশেদ, সুমন, উত্তর জেলা ছাত্রদল নেতা রাযহান, সাকিব, শরিফ মাসুদ সহ বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।