মোর্শেদ নয়ন : ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, দীর্ঘদিন পর কর্ণফুলীর ৫ ইউনিয়নের মানুষ ত্রিমুখী শাসন থেকে মুক্ত হল। উপজেলা পটিয়ার সাথে হওয়াতে কর্ণফুলী উন্নয়নের মুখ দেখেনি। এখন থেকে পিছনে ফিরে তাকাতে হবে না নবগঠিত কর্ণফুলী উপজেলাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাঁর উন্নয়নের ছোয়াও কর্ণফুলীতে লাগতে শুরু করেছে। কর্ণফুলী উপজেলার যাত্রা শুরু হওয়ার পর থেকে ৩৩টি সড়ক নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে এখন রোল মডেল।
শনিবার দুপুরে কর্ণফুলী জুলধা ইউনিয়ন পরিষদের উপজেলার অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত চট্টগ্রামের নব-গঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, পটিয়া উপজেলার ৫ ইউনিয়নকে নিয়ে চলতি বছরের ২৮ এপ্রিল নবগঠিত কর্ণফুলী উপজেলা দাপ্তরিক কার্যক্রম শুরু করে।
ভূমিপ্রতিমন্ত্রী আরো বলেন, আগামী অক্টোবর মাসে আমাদের পদত্যাগ করতে হবে। সাংবিধানিক নিয়মানুযায়ী তিন মাস পূর্বে সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। এবং অর্ন্তবর্তীকালীন সরকারকে সুযোগ করে দিতে হবে। আমাদের হাতে একবছরের চেয়েও কম আছে। উন্নয়নকে তরান্বিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি সরকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারী যে বিভাগগুলোর কর্মকর্তাদের আরো সক্রিয় হতে হবে। জনগণ যাতে হয়রানীর শিকার না হয় সে লক্ষ্যে কর্মকর্তাদের কাজ করে যেতে হবে। সরকারী কর্মকর্তারা হলেন প্রজাতন্ত্রের কর্মচারী। আর জনগনই সকল ক্ষমতার মালিক। এদেশের জনগনকে যদি আমরা ঠিকভাবে শান্তিতে রাখতে না পারি তাহলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার ডাক দিয়েছেন ক্ষুদামুক্ত, দারিদ্র্যমুক্ত ও অসাম্প্রদায়িক চেতনার যে বাংলাদেশ সেটা অসম্পূর্ণ থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যারা মন্ত্রী পরিষদে আছি তারা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছি এ দেশের জনগনকে সেবা দেয়ার জন্য। সুতরাং এ সেবা নিশ্চিত করতে হবে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের। বর্তমান ইউএনও’র জন্য কর্ণফুলীকে সাজানো একটি চ্যালেঞ্জ। তবে তার মধ্যে কাজের গতি রয়েছে। আমি আশা করি তিনি তিনি এ চ্যালেঞ্জ মোকাবিলা করে আধুনিক কর্ণফুলী উপজেলা গড়তে ভূমিকা রাখবেন।
ভূমিপ্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ আরো বলেন, আইনশৃঙ্খলা সহনীয় পর্যায়ে এসেছে। যদিও বা জায়গা জমি সংক্রান্ত মামলায় এখনো জটিল। দুই সপ্তাহে আগে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন পরিস্থিতি নিয়ে কেবিনেটে উপস্থাপন করে দেখানো হয়েছে সেখানেও আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। তবে এতে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ নেই। আরও বেশি সন্তোষজনক হতে হবে।
উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী’র সঞ্চলনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছৈয়দ জামাল আহমেদ, সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশি, কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম, চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী, চরপাথারঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাবের আহমদ, শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জুলধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ, বড়উঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ সভাপতি ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম, সাবেক কর্ণফুলী থানা আওয়ামীলীগ সভাপতি মো. আলী প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।