রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রংপুর সিটিতে আওয়ামী লীগের প্রার্থী ঝন্টু

| প্রকাশিতঃ ১১ নভেম্বর ২০১৭ | ১১:৫০ অপরাহ্ন

ঢাকা : আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক মনোনয়ন বোর্ডের এক সভায় এ মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় সর্বসম্মতিক্রমে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে মনোনয়ন প্রদান করা হয় বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।