লোহাগাড়া প্রতিনিধি : “আমার রক্তে বাঁচুক জীবন, চোঁখে আমার দেখুক ভুবন, হেঁসে উঠুক লক্ষ প্রাণ” স্লোগানে শনিবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে কেককাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার একঝাঁক রক্তযোদ্ধার সংগঠন লোহাগাড়া রক্তদান গ্রুপের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
ওরা একঝাঁক তরুণ রক্তযোদ্ধা, তারা রক্ত দিয়ে জীবন বাঁচায় হাজারো মানুষের, যেখানে প্রয়োজন রক্তের সেখানেই মুহূর্তেই তারা পৌছে যায়, প্রয়োজন শুধুমাত্র তাদের মোবাইলে একটি ফোন কল, অথবা ফেসবুকে একটু যোগাযোগ, সাথে সাথে তারা ছুটে আসে জীবন বাঁচানোর অমুল্য সম্পদ রক্ত নিয়ে। কোনোপ্রকার আর্থিক লেনদেন ছাড়াই চলে ওদের এই সেচ্ছাসেবী কর্মকাণ্ড।
রক্তদানের পাশাপাশি সংগঠনটি বিনামূল্যে রক্তের গ্রুপনির্ণয় কর্মসুচি, খৎনা ক্যাম্পসহ নানা ধরনের সেচ্ছাসেবী কর্মকাণ্ড পরিচালনা করে।
রিদওয়ানুল হকের সঞ্চালনায় ও রক্তদান গ্রুপের উপদেষ্টা ডাক্তার বিশ্বজিৎ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তদান গ্রুপের উপদেষ্টা ডাক্তার তাহিয়াত আহামেদ। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার আবু রায়হান রাফি, ডাক্তার মোজাম্মেল হক টিপু , সাংবাদিক আবদুল আউয়াল জনি, সাত্তার সিকদার, লোহাগাড়া রক্তদান গ্রুপের পরিচালক মোঃ কায়সারসহ একঝাঁক রক্তযোদ্ধা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ৫জন সেরা রক্তদাতাকে ক্রেষ্ট ও ফুল দিয়ে সম্মানিত করা হয়।