
খাগড়াছড়ি প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি ও তার অঙ্গসংগঠন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মীর হোসেন এবং দলের অন্যান্য নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে “শহীদ জিয়া অমর হোক” স্লোগানে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর একটি সংক্ষিপ্ত পথসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পথসভায় মো. এনামুল হক বলেন, “দীর্ঘ ১৮ বছর বিএনপি পরিবারের কাউকে স্বতঃস্ফূর্তভাবে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে দেয়নি আওয়ামী লীগ।”
তিনি আরও বলেন, “আজকের এই বিজয় শোভাযাত্রার মাধ্যমে অর্জিত দেশপ্রেম বুকে ধারণ করে আগামী দিনে জাতির যে কোন দুর্যোগ ও দেশের অন্তিম মুহূর্তে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হিসেবে রুখে দাঁড়াবে।”
উল্লেখ্য, বিকেলে উপজেলা অডিটোরিয়ামে একটি বিজয় কনসার্টের আয়োজন করা হয়েছে।