চট্টগ্রাম: চট্টগ্রামে খাতুনগঞ্জের এক ব্যবসায়ীর বিরুদ্ধে ১ কোটি ৬৮ লক্ষ ৬৬ হাজার ৯৭৫ টাকার চেক প্রতারণার দুটি মামলা দায়ের হয়েছে আদালতে। রোববার চট্টগ্রাম মহানগর হাকিম এসএম মাসুদ পারভেজের আদালতে এই দুটি মামলা দায়ের হয়।
অভিযুক্ত ব্যবসায়ী মো. ছগীর চৌধুরী নগরীর খাতুনগঞ্জের মেসার্স ছগির এন্ড ব্রাদার্সের মালিক। অন্যদিকে মামলাটি দায়ের করেছেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পক্ষে সিনিয়র প্রিন্সিপাল অফিসার সাইফুল করিম।
বাদির আইনজীবি সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, ঋণের টাকা পরিশোধ করার জন্য ঋন গ্রহীতা মো. ছগির চৌধুরী দুটি চেক দিয়েছিলেন। কিন্তু চেক দুটি নগদায়ন না হয়ে ফেরত আসে। ফলে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে তাকে হাজির হওয়ার জন্য সমন দিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ঋণের টাকা পরিশোধ করার জন্য ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখাকে ১ কোটি ১৭ লক্ষ ১৫ হাজার টাকা ও ৫১ লক্ষ ৫১ হাজার ৯৭৫ টাকা দুটি চেক প্রদান করেন ব্যবসায়ী মো. ছগির চৌধুরী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় তা নগদায়ন হয়নি। ফলে ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার পক্ষে সাইফুল করিম বাদী হয়ে ব্যবসায়ী ছগির চৌধুরীর বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে পৃথক দুটি মামলা করেন।