
সাতকানিয়া প্রতিনিধি : ধর্ম উপদেষ্টা ড. মাওলানা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আর রাতের আঁধারে কোনও নির্বাচন হবে না। দিনের আলোতে স্বচ্ছ পরিবেশে নির্বাচন হবে। আগামীতে যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে আমরা তাদের চলার পথটা মসৃণ করে দিচ্ছি। যেন তারা নিরাপদে দেশ চালাতে পারে। ২০২৬ সালের শুরুর দিকে একটি অবাধ সুষ্টু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আমরা বিদায় নেব।
শনিবার দুপুরে সাতকানিয়া উপজেলার মার্দাশা ইউনিয়নে আবু হুরাইরা মাদ্রাসা মাঠে যুব উন্নয়ন পরিষদের উদ্যেগে গরীব অসহায়দের মাঝে শীত উপহার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল হক, সাবেক মেম্বার ফজল করিম, জামায়াত নেতা মকবুল আহমেদ, ছগির আহমদ, সৈয়দ হোসেন, আবুল কাসেম, আব্দুর রহিম, আমির হোসেন ও মোহাম্মদ ইসমাইল প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তী সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত্র করছে। তারা নানা পরিচয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। সচিবালয়ে একই সাথে দুই স্থানে আগুন দিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দিয়েছে। যতই ষড়যন্ত্র করেন কোনও ষড়যন্ত্র কাজে আসবে না। আমরা দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ।