
খাগড়াছড়ি প্রতিনিধি : মানিকছড়ি উপজেলার চারটি ইউনিয়নে ত্যাগী নেতাদের মূল্যায়নের ভিত্তিতে বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাদের সাথে খাগড়াছড়ি জেলা কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে নতুন কমিটির অনুমোদিত কপি কমিটির সভাপতিদের হাতে তুলে দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকছড়ি প্রধান সমন্বয়ক মো. মোশারফ হোসেন।
মানিকছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা আবুল কাশেম মাষ্টার, সিনিয়র সহ- সভাপতি আরব আলী, সহ- সভাপতি বাহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান মাষ্টার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, রাজনৈতিক সংকট ও দলের দুর্দিনে আওয়ামী লীগ সরকারের ফাঁদে পা না দেওয়া কর্মীদের মূল্যায়ন করে মানিকছড়ি চারটি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। তাদেরকে পদ-পদবীতে রাখা হয়েছে।
তিনি আগামীতে উপজেলা বিএনপি কমিটিতেও এসব ত্যাগী নেতাদের মূল্যায়ন করার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে জেলা বিএনপি দলের ত্যাগী নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে।
উল্লেখ্য, মানিকছড়ি বিএনপির দলীয় শৃঙ্খলা অমান্য করায় কিছু নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে মানিকছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেনের পদ স্থগিত রাখা হয়েছে।
নবগঠিত কমিটি:
* মানিকছড়ি সদর ইউনিয়ন:
* সভাপতি: মো. শহিদুল ইসলাম
* সাধারণ সম্পাদক: মো. আব্দুল রাজ্জাক
* সাংগঠনিক সম্পাদক: মো. জয়নাল আবেদীন
* ২ নং বাটনাতলী ইউনিয়ন:
* সভাপতি: মো. বেলাল হোসেন
* সাধারণ সম্পাদক: মো. আবুল কালাম
* সাংগঠনিক সম্পাদক: মো. হারেছ মিয়া
* ৩ নং যোগ্যাছোলা ইউনিয়ন:
* সভাপতি: মো. জামাল উদ্দিন সরকার
* সাধারণ সম্পাদক: ডা. ইসমাইল হোসেন
* সাংগঠনিক সম্পাদক: মো. দীন ইসলাম
* ৪ নং তিনট্যহরী ইউনিয়ন:
* সভাপতি: মো. আলা উদ্দিন
* সাধারণ সম্পাদক: মো. শহিদুল ইসলাম
* সাংগঠনিক সম্পাদক: মো. শাহাজাহান