রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সিলিন্ডার বিস্ফোরণে অটোরিকশার চালক নিহত, দুই যাত্রী দগ্ধ

| প্রকাশিতঃ ২৪ জুন ২০১৬ | ৪:৪২ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বেবি সুপার মার্কেট এলাকায় সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই যাত্রী। শুক্রবার বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি। আহত দুই যাত্রী হলেন- আব্দুল আমিন (৫৫) ও আব্দুর রহমান (২২)। তারা সম্পর্কে বাবা-ছেলে।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, অক্সিজেনের দিকে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। পথিমধ্যে বেবি সুপার মার্কেটের সামনে অটোরিকশারটিতে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে গাড়িটিতে আগুন ধরে গেলে সড়কের ডান পাশে একটি খালি জায়গায় থামানোর চেষ্টা করেন চালক। এসময় অটোরিকশাটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে আগুন আরও বেড়ে যায়। এ সময় দুই যাত্রী অটোরিকশা থেকে কোনমতে নেমে পড়লেও চালক আটকা পড়ে দগ্ধ হয়ে মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়–য়া বলেন, সিএনজি অটোরিকশায় আগুনে দগ্ধ দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। তারা কথা বলতেও পারছেন না। চালকের লাশ মর্গে পাঠানো হয়েছে।