
নারী ফুটবলারদের হঠাৎ করে ফুটবল ছেড়ে যাওয়ার মিছিলে যোগ হলো আরও একটি নাম। এবার ফুটবলকে বিদায় জানালেন সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য আনাই মগিনী।
মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগ না পাওয়ায় অভিমানেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২১ সালে অনূর্ধ্ব-১৯ সাফের ফাইনালে ভারতের বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন আনাই। তার সেই গোলেই বাংলাদেশ ১-০ গোলে জয়ী হয়ে শিরোপা জিতেছিল।
জাতীয় দলে সুযোগ পেলেও গত দুটি সাফে স্কোয়াডে রাখা হয়নি তাকে। সাফের আগে ভুটান সফরেও বিবেচনা করা হয়নি।
ছুটি শেষে সোমবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ৩০ জন নারী ফুটবলার। ৩১ জনের স্কোয়াডে শুধু আসেননি আনাই।
আনাইয়ের বোন আনুচিং মগিনী জানিয়েছেন, “দিদি অভিমান করে ক্যাম্পে যোগ দেননি। বলতে গেলে খেলা ছেড়ে দিয়েছেন।”
আনুচিং আরও জানান, “একজন ভালো ফুটবলার হয়েও খেলতে পারছিলেন না। দিনের পর দিন অবহেলার শিকার হয়ে অভিমান করে ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দিদি।”
বর্তমানে খাগড়াছড়িতে থাকছেন আনাই। সেখানে একটি দোকান দিয়ে ব্যবসা শুরু করেছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২২ সালে সাফ জয়ের পর আনুচিং মগিনী, সিরাত জাহান ও আঁখি খাতুনও হঠাৎ করে ফুটবল ছেড়ে দিয়েছিলেন।