রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাশিয়া বিশ্বকাপের জন্য ৩২ দল চূড়ান্ত

| প্রকাশিতঃ ১৬ নভেম্বর ২০১৭ | ১১:০৫ অপরাহ্ন

প্যারিস : গতকাল বুধবার প্লে অফ ম্যাচে অস্ট্রেলিয়া ও পেরুর জয়ের মাধ্যমে নিশ্চিত হয়ে গেছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফুটবলের ৩২টি দল।

বুধবার সিডনিতে হন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়ে অস্ট্রেলিয়া ৩১তম দল এবং লিমায় নিউজিল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে পেরু ৩২তম দল হিসেবে বিশ্বকারপের চূড়ান্ত আসরে অংশগ্রহণ নিশ্চিত করেছে। দলগুলো হচ্ছে :

ইউরোপ : বেলজিয়াম, ইংল্যান্ড, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, রাশিয়া (স্বাগতিক হিসেবে), সার্বিয়া, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, সুইজারল্যান্ড, ক্রেয়েশিয়া, সুইডেন ও ডেনমার্ক।

আফ্রিকা : মিশর, নাইজেরিয়া, সেনেগাল, মরোক্কো ও তিউনিশিয়া।

এশিয়া : ইরান, জাপান, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া।

উত্তর, মধ্যআমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল : কোস্টারিকা, মেক্সিকো ও পানামা।

দক্ষিণ আমেরিকা : ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া ও পেরু।