
চট্টগ্রাম নগরীর উত্তর নালাপাড়ায় অবস্থিত দরবারে জিলানী শরীফে যথাযোগ্য মর্যাদায় দুই দিনব্যাপী পালিত হল পবিত্র মেরাজুন্নবী (দ.), ওরশে খাজা গরীবে নেওয়াজ (রা.) এবং ওরশে হযরত মখদুম রুপোশ (রা.)।
গত ২৭ ও ২৮ জানুয়ারি এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় খতমে কুরআন, দরুদে নারিয়া, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, ওয়াজ মাহফিল এবং জিকিরে মোস্তফা (দ.) মাহফিল।
মাহফিলে ছদারত করেন হযরত শাহ্ সূফি মুহাম্মদ জুনাইদ (মা.)। সমাপনী দিবসে আখেরি মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক হযরত মাওলানা গোলাম মুস্তফা নুরুন্নবী (মা.)।
প্রধান বক্তা হিসেবে তকরির পেশ করেন হালিশহর তৈয়্যবীয়া মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক হযরত মাওলানা ইউনুস তৈয়্যবী যুক্তিবাদী, মৌলানা মুহাম্মদ জসিম, মৌলানা মুহাম্মদ রবিউল ইসলাম।
জিকিরে মুস্তফা (দ.) পরিচালনা করেন শায়ের মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরি, শায়ের মুহাম্মদ মাসুদ রেজা কাদেরি, এবং শায়ের মুহাম্মদ আমিনুল ইসলাম।
খতম সমূহের মোনাজাত পরিচালনা করেন মৌলানা মুহাম্মদ হোছাইন জেহাদী এবং মৌলানা মুহাম্মদ সফিউর রহমান কাদেরি।
সমাপনী বক্তব্য পেশ করেন ইঞ্জিনিয়ার এ এন এম মতুর্জা এবং জাবির বিন জুনাইদ।
মাহফিল পরিচালনা করেন তামজিদ ইবনে আমান।
মাহফিলে দেশ-জাতির সার্বিক কল্যাণ এবং ফিলিস্তিনসহ সকল মজলুমদের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।