রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ইবির ভর্তির আবেদন শেষ হচ্ছে ১৯ নভেম্বর

| প্রকাশিতঃ ১৭ নভেম্বর ২০১৭ | ৮:৩২ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় : ইসলামী বিশ^বিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী ১৯ নভেম্বর। ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।

বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন বলেন, ইতোমধ্যে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। আবেদন প্রক্রিয়া শেষে ভর্তিচ্ছুরা তাদের প্রবেশপত্র বিশ^বিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে সংগ্রহ করতে পারবে।

এব্যাপারে বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, এবছর ৮টি ইউনিটের অধীনে ৩৩টি বিভাগে মোট ২,২৭৫জন শিক্ষার্থীকে মেধায় ভর্তি করা হবে। আর আবেদন প্রক্রিয়া শেষ হলে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সিডিউল বিশ^বিদ্যালয়ের ওয়েব সাইট ও বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করবো।

তিনি আরও বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ১ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর মধ্যরাত থেকে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল।