বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সভা অনুষ্ঠিত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারী ২০২৫ | ৫:৪৯ অপরাহ্ন


হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম সভা মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবি এম মশিউজ্জামান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ-ই-জাহান, সদস্য এস এ এম আসলাম মোর্শেদ, মুজিবুল আলম চৌধুরী, আবদুল মান্নান দৌলত এবং খোরশেদ আলম শিমুল।

সভায় সিজেকেএস প্রথম বিভাগের ফুটবল লিগে উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দলের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। ঈদ-পরবর্তী সময়ে হাটহাজারী উপজেলা ফুটবল লীগ শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং লীগটিতে অংশগ্রহণে ইচ্ছুক উপজেলার বিভিন্ন ক্লাবগুলোকে প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়। এছাড়াও, পহেলা বৈশাখে গ্রামীণ খেলা কাবাডি, দাড়িয়াবান্দা ও বলি খেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ ও উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী মো. শরিফ উপস্থিত ছিলেন।

সভা শুরুর পূর্বে ৫ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।