
পাঁচ বছর ধরে পালিত হয়ে আসা জাতীয় বিমা দিবস এবার অনুষ্ঠিত হচ্ছে না। ১ মার্চ জাতীয় বিমা দিবস পালনের জন্য ২০২০ সালে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করলেও, এবার দিবসটি পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) যৌথভাবে দিবসটি আয়োজন করে থাকে। জানা গেছে, দিবসটি পালন উপলক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দুই মাস আগে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনকে (বিআইএ) প্রস্তুতিমূলক বৈঠক করার চিঠি দিলেও বৈঠকটি হয়নি।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশীদ জানিয়েছেন, সব জাতীয় দিবস এবার পালন করা হবে না, কেবল অপরিহার্যগুলোই পালন করা হবে। মৌখিকভাবে এই সিদ্ধান্তের কথা আয়োজকদের জানানো হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকও বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০২০ সাল থেকে প্রতি বছর ১ মার্চ জাতীয় বিমা দিবস পালিত হয়ে আসছে। শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দিয়েছিলেন, সেই দিনটিকে স্মরণ করেই এই দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বাংলাদেশে ৮২টি বিমা প্রতিষ্ঠান (৩৬টি জীবনবিমা ও ৪৬টি সাধারণ বিমা) থাকলেও, জিডিপিতে বিমা খাতের অবদান মাত্র ০.৪৬ শতাংশ। আইডিআরএ-এর তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ৭১ লাখ মানুষ বিমার আওতায় রয়েছে।
বিমা খাতের মালিকপক্ষ এবং প্রধান নির্বাহীদের সংগঠনগুলো এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে আইডিআরএ-এর কর্মকর্তারা মনে করেন, বিমা খাতে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা প্রয়োজন।