বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

কর্ণফুলীতে শীতকালীন ক্রীড়া উৎসব সম্পন্ন

একুশে ডেস্ক | প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারী ২০২৫ | ৫:৪৪ অপরাহ্ন


কর্ণফুলীতে শাহ্ অহিদিয়া ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হলো শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের শীতকালীন ক্রীড়া উৎসব-২০২৫। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাব মাঠে সিজন-৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।

ক্রিকেট ফাইনাল খেলায় শিকলবাহা ফকিরা মসজিদ স্পোর্টস ক্লাব, কর্ণফুলী এম এ এস স্ট্রাইকারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, ফুটবল ফাইনাল খেলায় শেরশাহ্ বায়েজিদ এন এফ একাদশ বনাম শিকলবাহা কে সি বি ওয়ারিয়র্স এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খেলা গোলশূন্য ড্র হয়। পরে ট্রাইবেকারে বায়েজিদ এন এফ একাদশ জয়লাভ করে।

শাহ্ অহিদিয়া ফাউন্ডেশনের আহ্বায়ক ও ক্রীড়া উৎসব পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মালয়েশিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মহিউদ্দিন মুরাদ। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনৈতিকতা, অসামাজিক কার্যকলাপ, মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে এবং একটি আদর্শ সমাজ গঠনে ভবিষ্যতেও এই ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ অহিদিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। তিনি তার বক্তব্যে শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি সামাজিক কর্মকাণ্ড ও সমাজ উন্নয়নের ধারা চলমান রাখার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ্ অহিদিয়া ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ইলিয়াস রনি, মোঃ ইদ্রিস মেম্বার, আবু তালেব মেম্বার, মোঃ মারুফ, মোঃ ইকবাল বাহার, মোঃ ইব্রাহিম, মোঃ ওয়াসিম, শাহ্ অহিদিয়া ফাউন্ডেশন ও শাহ্ অহিদিয়া স্পোর্টস ক্লাবের সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

শীতকালীন এই ক্রীড়া উৎসবে ক্রিকেট ও ফুটবল ইভেন্টে ১৬টি দলের দুই শতাধিক খেলোয়াড় অংশগ্রহণ করে।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে একই মাঠে অনূর্ধ্ব-১৩ কিডস চ্যাম্পিয়নশিপ শুরু হবে। ১৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠেয় এই টুর্নামেন্ট উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শীতকালীন ক্রীড়া উৎসবের সিজন-৫ এর সমাপ্তি ঘোষণা করেন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন।