চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাইদুল আলম নামের এক শিক্ষার্থী অপর শিক্ষার্থীর হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন। মঙ্গলবার ক্যাম্পাসে এই ঘটনা ঘটেছে।
জানা যায়, সাইদুল আলম ২০১৫-১৬ সেশনের ইকোনমিকস বিভাগের শিক্ষার্থী শহীদুল ইসলামের সাপ্লিমেন্ট পরীক্ষা দিতে আসেন। পরে সন্দেহ হলে কর্তব্যরত পরীক্ষক তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে বন্ধুর হয়ে তিনি পরীক্ষা দিতে এসেছেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন, তাদের দুজনের বিরুদ্ধেই বিশ্ববিদ্যালয় আইনে সর্বোচ্চ ব্যাবস্থা নেয়া হবে।