রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

উ. কোরিয়াকে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র ঘোষণা ট্রাম্পের

| প্রকাশিতঃ ২১ নভেম্বর ২০১৭ | ৬:১৫ অপরাহ্ন

বেইজিং : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার উত্তর কোরিয়াকে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র ঘোষণা করেছে। এর প্রেক্ষিতে আলোচনার মাধ্যমে উত্তর কোরিয়ার পরমাণু সংকট সমাধানে ‘আরো বেশি কিছু করা উচিত’ বলে মন্তব্য করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং নিয়মিত ব্রিফিংকালে বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করি উত্তেজনা প্রশমনে সংশ্লিষ্ট সকল পক্ষকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। সংশ্লিষ্ট পক্ষগুলো আবার আলোচনা শুরু করতে পারে। আলোচনা ও পরামর্শের মাধ্যমে তারা কোরীয় উপদ্বীপের ইস্যুটিকে সঠিক উপায়ে সমাধান করতে পারে।’

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার পর প্রেসিডেন্ট ট্রাম্প শিগগিরই দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ জোরদার করার অঙ্গীকার করেন।

এ সময় তিনি উত্তর কোরিয়ার কারাগারে এক মার্কিন ছাত্রের মৃত্যু এবং বিদেশের মাটিতে উ. কোরীয় নেতা কিমের বড় ভাইয়ের মৃত্যু প্রসঙ্গটি টেনে আনেন।

তবে মন্ত্রিপরিষদের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, ওয়াশিংটন উত্তর কোরিয়ার ব্যাপারে আশা ছেড়ে দেয়নি। যুক্তরাষ্ট্র আশা করছে যে অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কিমের ওপর চাপ প্রয়োগ করেই পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে তাকে আলোচনার টেবিলে আনা যাবে।

টিলারসন আরো বলেন, শাস্তিমূলক পদক্ষেপের কারণে ইতোমধ্যেই উত্তর কোরিয়ার অর্থনীতিতে ‘বড় ধরনের বিরূপ প্রভাব’ পড়তে শুরু করেছে। যদিও চীন এখনো দেশটির সঙ্গে তেল সরবরাহকারী লাইন কাটেনি।
তিনি বলেন, ‘আমরা এখনো কূটনীতিতেই আশাবাদী।’