রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২১ মার্চ ২০২৫ | ১১:৪৫ অপরাহ্ন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘোষণা অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুতি নিতে শুরু করেছে। জানা গেছে, তফসিল ঘোষণার আগেই প্রয়োজনীয় কাজগুলো গুছিয়ে আনতে চায় কমিশন এবং জুলাই মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে। যদিও নির্বাচন সংস্কার কমিশন এখনো এ বিষয়ে কোনো মতামত দেয়নি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন করতে হলে, কমিশনকে এখন থেকেই সব কাজ শুরু করতে হবে। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন এবং ভোট কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতসহ বিভিন্ন কাজ গুছিয়ে আনা হচ্ছে। তিনি আরও জানান, সংস্কার কমিশনের সুপারিশ ও বাস্তবতার সমন্বয় করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে, তবে এক্ষেত্রে ঐক্যমত কমিশনের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও নির্বাচন বিশ্লেষক আব্দুল আলীম বলেন, কমিশন ডিসেম্বরের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। ভবিষ্যতের নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য ইসি, সরকার ও ঐক্যমত কমিশনের সমন্বয় প্রয়োজন। এখনই সীমানা পুনর্নির্ধারণ, দল নিবন্ধন, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা, কেনাকাটা, প্রশিক্ষণ নিয়ে কাজ শুরু করতে হবে।

তিনি আরও বলেন, এই কাজগুলো শেষ করতে তিন-চার মাস সময় লাগবে। কিন্তু কমিশন কোন আইন অনুযায়ী কাজ করবে, বিদ্যমান আইন নাকি সংস্কার কমিশনের আইন, তা নিয়ে সরকারের পক্ষ থেকে সঠিক নির্দেশনা নেই। তাই নির্বাচনের কাজগুলো যাতে ঝুলে না যায়, সেজন্য সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নির্বাচনের প্রস্তুতি হিসেবে শিগগিরই নিবন্ধিত দলসহ অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করবে কমিশন। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দল ও অংশীজনদের ঐক্যমত্যে আসা জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের মূল লক্ষ্য হলো সংস্কার, তাই সমন্বয়ের অভাবে যাতে এই লক্ষ্য থেকে সরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

ইসি সূত্রে জানা গেছে, এরই মধ্যে কমিশনে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, জাতীয় এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন প্রস্তুতি, ভোটকেন্দ্র স্থাপন, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও তদারকি এবং উপকারভোগী পর্যায়ে আলোচনাবিষয়ক কমিটির সভা হয়েছে।

সূত্র আরও জানায়, সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। আইন সংশোধনের পরেই কার্যক্রম শুরু করবে সংস্থাটি। ইসি সিদ্ধান্ত নিয়েছে, ভোটার সংখ্যা, ভৌগোলিক অবস্থান ও প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে সীমানা নির্ধারণ করা হবে। ৬৪ জেলা থেকে প্রায় চারশ আবেদন এসেছে, যেখানে অনেকেই ২০০৮ সালের আগের সীমানায় ফিরে যেতে চান।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন, নারী ভোটার ৬ কোটি তিন লাখ ৬৯ হাজার ৬৬৫ জন এবং হিজড়া ভোটার ৯৯৪ জন।