রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে কাঞ্চনাবাদ বিএনপিতে ঐক্যের ডাক

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ এপ্রিল ২০২৫ | ১২:২০ পূর্বাহ্ন


পবিত্র ঈদুল ফিতর পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপি এক অনুষ্ঠানের আয়োজন করে। বুধবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক।

সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধান অতিথির বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক বলেন, এই ৩১ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সুন্দর ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বদিউল আলম, মো. আবদুল্লাহ, মো. আসিফ, রমজান আলী, মো. খোরশেদ, আনোয়ার হোসেন, হায়দার আলী, মো. মুজিব, আবদুল আলম, মো. ছাদেক, মো. আরিফ, মো. এনাম, বোরহান উদ্দিন, মো. নাজু, নুরী বাংলা, মো. রাসেলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সভায় উপস্থিত নেতাকর্মীরা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়ে আলোচনা করেন এবং দলীয় ঐক্য সুসংহত করার উপর জোর দেন।