চট্টগ্রাম: বাংলাদেশ ভভিনাম এসোসিয়েশনের উদ্যোগে জাতীয় ভভিনাম চ্যাম্পিয়নশীপ ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে অনুষ্ঠিত হয় জাতীয় ভভিনাম চ্যাম্পিয়নশীপ চ্যাম্পিয়নশীপ।
এতে চট্টগ্রাম জেলা মার্শাল আর্ট এসোসিয়েশন ১২টি স্বর্ণ, ৭টি রৌর্প্য, ও ৬টি ব্রোঞ্জ সহ সর্বাধিক পদক পেয়ে জাতীয় ভভিনাম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।