
চট্টগ্রামের বায়েজিদ এলাকায় বিএনপির তিন নেতার বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা দায়েরের প্রতিবাদে এবং তা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতা-কর্মীরা।
রোববার বিকালে নগরীর বায়েজিদ থানার ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বায়েজিদের চন্দ্রনগর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল আল হারুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল চৌধুরী নগর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মাইনুদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. আরিফ এবং স্বেচ্ছাসেবক দল নেতা মো. আলমগীরের বিরুদ্ধে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ থেকে মামলাটি করা হয়েছে।
এক বক্তা বলেন, “রাতের তিনটা বাজে মদ্যপ অবস্থায় মারামারি করে আবু সুফিয়ান সুমন। এই ঘটনার সঙ্গে মো. মাইনুদ্দিন, মো. আরিফ ও আলমগীর জড়িত না থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে।”
বক্তারা অবিলম্বে এ মামলা থেকে তিন নেতাকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।
তারা আরও অভিযোগ করেন, আবু সুফিয়ান সুমনের নামে নারী নির্যাতন ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এলাকার শৃঙ্খলা রক্ষায় সুমনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম আবুল ফয়েজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ২ নম্বর জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. বেলাল, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মামুন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, সাবেক যুগ্ম সম্পাদক মো. আয়ুব আলী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মাহবুব আলম, সাবেক যুগ্ম সম্পাদক মো. ইসমাইল, আবুল কালাম ও মো. বেলাল।