
তরুণদের রাজনৈতিকভাবে সচেতন এবং দায়িত্ববান হিসেবে গড়ে তোলাকে বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ-সভাপতি মুহাম্মদ শাহেদ।
তিনি বলেছেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুশাসন ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়া সম্ভব নয় এবং তাদের হাত ধরেই দেশে পরিবর্তনের রাজনীতি শুরু হবে।
সোমবার বিকালে নগরীর ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে বেবী সুপারমার্কেট সংলগ্ন তুলাতুলী মোড়ে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠেয় ‘তারুণ্যের সমাবেশ’ সফল করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ আরও বলেন, “তরুণদের তাদের অধিকার, দায়িত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে জানানো এখন সময়ের দাবী। আগামী ১০ মে’র তারুণ্যের সমাবেশ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি হবে তরুণদের রাজনৈতিক অগ্রযাত্রার শক্তিশালী প্লাটফরম।”
তিনি যোগ করেন, “ফ্যাসিষ্টমুক্ত বাংলাদেশে তরুণদের সচেতন না করলে গণতন্ত্র শক্তিশালী হবে না। ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তরুণদের জাগরণ ঘটবে। এ বিশ্বাস নিয়েই আমরা প্রস্তুত।”
৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ আলমের সভাপতিত্বে ও আবুল বশরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম শাহ আলম রব, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলী সাকী, সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য নূর হোসেন উজ্জ্বল, মহিউদ্দিন মুকুল, সাবেক সহ সম্পাদক জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, ইব্রাহিম খান, বিএনপি নেতা খলিলুর রহমান, মোহাম্মদ ফয়েজসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সভায় বক্তারা ১০ মে পলোগ্রাউন্ডের ‘তারুণ্যের সমাবেশ’ সফল করার জন্য ওয়ার্ডের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।