
ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার জেরে সৃষ্ট উত্তেজনার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। বুধবার লেনদেন শুরুর পর থেকেই ব্যাপক বিক্রয় চাপে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে।
সকাল ১০টায় দিনের লেনদেন শুরু হওয়ার পর থেকেই বিক্রয়চাপের মুখে সূচকগুলো পয়েন্ট হারাতে থাকে। বেলা পৌনে দুই ঘণ্টার লেনদেনে (সকাল ১১টা ৪৫ মিনিট পর্যন্ত) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স দেড় শতাংশের বেশি কমে ৪ হাজার ৮৭৪ পয়েন্টে নেমে আসে।
একই সময়ে নির্বাচিত ৩০টি কোম্পানির সূচক ডিএস-৩০ এক শতাংশের বেশি কমে ১ হাজার ৮১৩ পয়েন্টে এবং শরীয়াহ্ সূচক ডিএসইএস প্রায় ২ শতাংশ কমে ১ হাজার ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
বুধবার মধ্যরাতে ভারত পাকিস্তানে এবং পাকিস্তান ভারতে হামলা চালায় বলে খবর প্রকাশিত হওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বেলা পৌনে ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ২৩৯ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া ৩৮۹টি সিকিউরিটিজের মধ্যে মাত্র ১৫টির দর বেড়েছে, বিপরীতে ৩৫৭টির দর কমেছে এবং ১৭টির দর অপরিবর্তিত রয়েছে।