চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের বহনকারী একটি প্রাইভেট কার আটক করা হয়। রোববার দিনগত গভীর রাতে কর্ণফুলী থানার টহল পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ আজম ও জিকু। তাদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী সদরে। এদের মধ্যে আজম দোহাজারী সদরের আজম আরজু বোডিংয়ের মালিক।
কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়েছে। তাদের বহনকারী একটি কারও আটক করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।