
“নির্বাচনে জয়লাভ জামায়াতে ইসলামীর উদ্দেশ্য নয়, জামায়াতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং সমাজ, রাষ্ট্র ও জনগণের খেদমত করা।” —এই বার্তা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।
বুধবার (১৪ মে) রাতে চট্টগ্রাম নগরীতে পটিয়া (চট্টগ্রাম-১২ সংসদ নির্বাচনী এলাকা) জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খুরশেদ আলমের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগরী ব্যাংকার্স ফোরামের নায়েবে আমীর আখতার হোসাইনের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ আসন (পটিয়া) সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. ফরিদুল আলম।
অধ্যক্ষ আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জনগণের খেদমত ও আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যেই জামায়াত কাজ করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. ফখরুল ইসলাম (অধ্যাপক, বুয়েট), চট্টগ্রাম-৯ আসনের জামাত মনোনীত প্রার্থী ডা. ফজলুল হক (চেয়ারম্যান, চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল), ইঞ্জিনিয়ার লোকমান কবীর (চেয়ারম্যান, এপিক গ্রুপ), চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলি) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানসহ বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।