বন্দরনগরী চট্টগ্রামে ২০২৫ সালের হজ যাত্রীদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে হজ কাফেলা বাক্কা ট্যুরস এন্ড ট্রাভেলস। শনিবার (১৭ মে) সন্ধ্যায় নগরীর জামান হোটেলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় হজের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বাক্কা ট্যুরস এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান সৈয়দ শাহনেওয়াজ হোসাইন আজহারীর সঞ্চালনায় অনুষ্ঠানে কাফেলার ২০২৫ সালের হজযাত্রী এবং বিগত বছরের হাজীরাসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তাদের কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হলো নারী হজ যাত্রীদের জন্য নারী প্রশিক্ষকের (মুআল্লিমাহ) মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা।
বাক্কা ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাসেত মুহাম্মদ সাখাওয়াত তার বক্তব্যে বলেন, “আমাদের সম্মানিত মহিলা হাজীদের জন্য মহিলা মুআল্লিমাহ দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অনেক সময় পর্দার কারণে বা বিভিন্ন জড়তায় মা-বোনেরা তাদের শরয়ী মাসআলা পুরুষ মোয়াল্লেমদের থেকে জেনে নিতে বাধাপ্রাপ্ত হন। বাক্কা ট্যুরস এন্ড ট্রাভেলস সেই দিকটি বিবেচনায় রেখে মহিলা আলেমা দিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে।”
তিনি আরও বলেন, আল্লাহর মেহমানদের এই খেদমতকে ব্যবসায়িকভাবে না নিয়ে, তারা যেন স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও হজের বিষয়ে আলোচনা করেন বাক্কা ট্যুরস এন্ড ট্রাভেলসের প্রধান পৃষ্ঠপোষক ও আইআইইউসির অধ্যাপক ড. মইনুদ্দিন আজহারী, চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালের চিফ কার্ডিওলজিস্ট ডা. সারোয়ার কামাল, আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী, ড. লুৎফুর রহমান আজহারী এবং সাইয়েদ নূর আজহারী।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, বিদআত মুক্ত ও শুদ্ধভাবে হজ পালনের জন্য একদল আলেমদের নিয়ে এই কাফেলা গঠন করা হয়েছে।
অধ্যাপক ড. বি.এম মফিজুর রহমান আজহারীর আলোচনা ও মোনাজাতের মাধ্যমে কর্মশালা শেষ হয়।