চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং একটি রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। দুটি মামলায় তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের এই আদেশ দেওয়া হয়েছে।
রোববার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২০২৩ সালের ২৬ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিন্ময়ের গ্রেপ্তারের প্রতিবাদে সেদিন আদালত এলাকায় তার অনুসারীরা বিক্ষোভ করে। একপর্যায়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালে আদালত চত্বরের আশপাশের মসজিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। ওই দিন বিকালে আদালতের প্রধান ফটকের উল্টোদিকে রঙ্গম কনভেনশন হলের গলিতে ইসকন অনুসারীদের হাতে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।
এ ঘটনায় তিনদিন পর ২৯ নভেম্বর আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে ৩১ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া একই ঘটনায় পুলিশ ও অন্যান্য ভুক্তভোগীরা আরও চারটি মামলা করে। পরবর্তীতে এই পাঁচটি মামলার তদন্তে চিন্ময় দাসের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানায় পুলিশ। এরপর তদন্তকারী কর্মকর্তাদের আবেদনে আদালত তাকে ওইসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
চিন্ময় দাস বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হত্যাসহ একাধিক অভিযোগের তদন্ত চলছে।