সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদগাঁওয়ে মাছ ধরতে গিয়ে ডুবে শিশুর মৃত্যু, ১৫ ঘণ্টা পর মিলল নিথর দেহ

কক্সবাজার প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ মে ২০২৫ | ১:৫৩ অপরাহ্ন


কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর আবদুল্লাহ তাহের তামিম (১২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। এই ঘটনায় তার সঙ্গে থাকা অপর এক বন্ধু সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

সোমবার (১৯ মে) সকালে উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্বগোমাতলীর একটি খাল থেকে তামিমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার (১৮ মে) বিকেল আনুমানিক ৫টার দিকে সে ওই খালে নিখোঁজ হয়েছিল।

আবদুল্লাহ তাহের তামিম একই এলাকার দিনমজুর আবুল কাসেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে তামিম ও তার এক বন্ধু মিলে বাড়ির কাছে ঈদগাঁও ফুলছড়ি নদী সংলগ্ন খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে জালসহ সাঁতরে খালের এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার সময় স্রোতে তলিয়ে যায় তামিম। এ সময় তার বন্ধু সাঁতরে তীরে উঠে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তামিমকে খোঁজাখুঁজি শুরু করে।

স্থানীয়রা জানান, তারা প্রায় ১৫ ঘণ্টা ধরে বিভিন্নভাবে তামিমকে উদ্ধারের চেষ্টা চালান। অবশেষে সোমবার সকালে খালের পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ খুঁজে পান।

পোকখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এলাকার লোকজন দীর্ঘক্ষণ চেষ্টার পর সোমবার সকালে শিশুটির মরদেহ উদ্ধার করেছে।”