সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মাস না ঘুরতেই রাঙ্গুনিয়ার ওসি বদলি, অভিযোগ ছিল ‘হয়রানির’

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১৯ মে ২০২৫ | ২:৪৫ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর আলীকে তার দায়িত্ব গ্রহণের মাত্র এক মাসের মাথায় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ‘হয়রানি ও বিভিন্ন অনিয়মের’ অভিযোগে স্থানীয়দের মানববন্ধনের দিনই এই বদলির আদেশ হয়েছে।

রোববার (১৮ মে) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক আদেশে এই বদলির বিষয়টি জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওমর আলীকে (বিপি ৮১০৮১১৯৮৪৭) রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদ থেকে প্রশাসনিক কারণে চট্টগ্রাম জেলা পুলিশের ‘লাইন ওআর’ (লাইন অফিস রিজার্ভ) এ সংযুক্ত করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর মাত্র এক মাস আগে রাঙ্গুনিয়া থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন মো. ওমর আলী। রোববারই (১৮ মে) রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ এনে ‘সর্বস্তরের জনসাধারণের’ ব্যানারে মানববন্ধন করেন ‘ভুক্তভোগীরা’।

এইসব অভিযোগকে এর আগে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছিলেন ওসি ওমর আলী।